শিলিগুড়িতে বন্দুক সহ গ্রেফতার এক

আগ্নেয়াস্ত্র সহ কুখ্যাত এক ব্যাক্তিকে গ্রেফতার করলো শিলিগুড়ি ডিটেকটিভ ডিপার্টমেন্ট। তদন্তের স্বার্থে ১৪ দিনের রিমান্ডের আবেদন। গোপন সুত্রের খবরের ভিত্তিতে বুধবার এন জে পি থানার অন্তর্গত ভালোবাসা মোড় এলাকায় অভিযান চালিয়ে একটি আগ্নেয়াস্ত্র সহ এক কুখ্যাত ব্যাক্তিকে গ্রেফতার করে ডিটেকটিভ ডিপার্টমেন্ট। পুলিশ সুত্রে জানা গেছে ধৃত ব্যাক্তি দানেশ মহম্মদ উত্তর দিনাজপুর জেলার চোপড়ার বাসিন্দা। কোন অপরাধমুলক কাজ সংগঠিত করতে শিলিগুড়ি এসেছিল সে। তার কাছ থেকে উদ্ধার হয় ৭ এমএম এর একটি অটোমেটিক পিস্তল, দুই রাউন্ড কার্তুজ ও দুটি ম্যাগাজিন ও একটি মোবাইল।

ধৃত ব্যাক্তিকে বৃহস্পতিবার জলপাইগুড়ি আদালতে পাঠিয়ে তদন্তের স্বার্থে ১৪ দিনের পুলিশী রিমান্ডের আবেদন জানানো হবে।