শিলিগুড়িতে করোণা আক্রান্তের বাড়ি স্যানিটেশনের কাজ চালাচ্ছে রেড ভলেন্টিয়ারস

শিলিগুড়ি পুরো নিগমের ২০ নাম্বার ওয়ার্ডের রেড ভলেন্টিয়ার এর উদ্যোগে সোমবার শিলিগুড়ি বাগরাকোট এলাকা থেকে সংশোধনাগার পর্যন্ত সমস্ত রাস্তাঘাট, দোকান, গাড়ি স্যানিটেশন করা হয়। তাদের মূলত কারণ ১৮, ১৯, ২০ নম্বর ওয়ার্ডে করোনা আক্রান্ত সংখ্যা অনেকটাই বেশি। এই করোনা আক্রান্ত হয়ে বেশ কিছু মানুষের মৃত্যু হয়েছে। এই ওয়ার্ডের বিভিন্ন মানুষরা নিত্য প্রয়োজনীয় জিনিস নেওয়ার জন্য দোকানে আসছেন। তাই সেই কারণেই রেড ভলেন্টিয়ারদের উদ্যোগে এই এলাকার দোকান, রাস্তাঘাট স্যানিটেশন করে জীবাণুমুক্ত করা হচ্ছে। পশ্চিমবাংলায় বিভিন্ন জায়গায় করোনার প্রথম দিক থেকেই রেড ভলেন্টিয়ার সদস্যরা মানুষকে সহযোগিতায় হাত বাড়ানোর জন্য রাস্তায় নেমে পড়েছেন। রেড ভলেন্টিয়ার সদস্য সুজিত কুন্ডু বলেন, তাদের পক্ষ থেকে ২০ নম্বর ওয়ার্ডে কোন করোনা আক্রান্ত পরিবারদের কোন প্রয়োজনীয় জিনিস লাগলে, তারা খবর পাওয়ার সাথে সাথেই রাত বিরাতে অক্সিজেন, ওষুধ, খাবার পৌঁছে দেবেন। তিনি আরো বলেন করোনা আক্রান্ত হলে ও সুস্থ হবার পরেই তারা করোণা আক্রান্তের বাড়ি স্যানিটেশন করে জীবাণু মুক্ত করেন।