‘ডেটা সায়েন্স অ্যান্ড অ্যানালিটিক্স ফর বিজনেস’ (ডিএসএবি) বিষয়ে একটি নতুন অনলাইন সার্টিফিকেট প্রোগ্রাম লঞ্চ্ করল ভারতের অগ্রণী মাল্টিডিসিপ্লিনারি ও রিসার্চ-ভিত্তিক ইউনিভার্সিটি শিব নাদার ইউনিভার্সিটি। জুলাইয়ের তৃতীয় সপ্তাহ থেকে এই অভিনব ও ইন্টেন্সিভ ১৪-সপ্তাহব্যাপী প্রোগ্রামটি অনলাইনে আরম্ভ হবে । ডিএসএবি প্রোগ্রামটিতে থাকবে মডেলিং, এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালিসিস ও ডেটা ম্যানিপুলেশন-এর জন্য প্রয়োজনীয় ‘কনসেপ্টস অফ স্ট্যাটিটিক্স অ্যান্ড ইকোনমেট্রিক্স’, যা পাওয়া যাবে বিভিন্ন টুলস, প্রিডিক্টিভ মডেলিং, মেশিন লার্নিং, প্রেস্ক্রিপ্টিভ মডেলিং, টেক্সট মাইনিং ও নিউট্রাল নেটওয়ার্কস ব্যবহার করে। এই প্রোগ্রাম শিক্ষার্থীদের টুলস-সহ (যেমন এসকিউএল, পাইথন, টেন্সরফ্লো, ট্যাবলো ইত্যাদি) প্রয়োজনীয় টেকনিক্যাল স্কিলস গঠনে সাহায্য করবে। এই কোর্সের গ্রাজুয়েটগণ অ্যানালিটিক্স, এফএমসিজি, বিএফএসআই, হেলথকেয়ার, আইটি/আইটিইএস, ম্যানুফ্যাকচারিং, রিটেল, ইকমার্স, কনসাল্টিং ও অন্যান্য সেক্টরে কাজের সুযোগ পাবেন।
শিব নাদার ইউনিভার্সিটি এই কোর্সের জন্য ডেটা সায়েন্সেস ও বিজনেস অ্যানালিটিক্সে ভারতের অগ্রণী ও বিশ্বব্যাপী স্বীকৃত লার্নিং কোম্পানি জিগ্স্য অ্যাকাডেমির সঙ্গে হাত মিলিয়েছে । ব্যাচেলর’স ডিগ্রি-সহ বা তার সমতুল যোগ্যতাসম্পন্ন বা কোনও স্বীকৃত আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি হওয়া ছাত্রছাত্রীরা, যাদের ম্যাথামেটিক্স ছিল ১০+২ বোর্ডে, তারা এই প্রোগ্রামের জন্য আবেদন করতে পারেন। এছাড়া ফাইনাল সিলেকশনের জন্য আবেদনকারীদের একটি পার্সোনাল ইন্টারভিউয়ে উত্তীর্ণ হতে হবে। প্রোগ্রামের ক্লাস হবে অনলাইনে, যেখানে উপযুক্ত পরিবেশে যথেষ্ট হ্যান্ডস-অন প্র্যাক্টিসের সুবিধা থাকবে।