শিবরাত্রির বিশেষ তিথিতে খুলছে তারকেশ্বর মন্দিরের গর্ভগৃহ

শিবরাত্রির পুণ্য তিথি অর্থাৎ পয়লা মার্চ থেকেই খুলে যাচ্ছে তারকেশ্বর মন্দিরের গর্ভগৃহ। এতদিন মন্দির খোলা থাকলেও করোনার কারণে গর্ভগৃহ বন্ধ রাখা হয়েছিল। চোঙের মাধ্যমে শিবলিঙ্গের মাথায় জল দিতেন ভক্তরা। এবার সরাসরি পূজা-অর্চনা করতে পারবেন বলেই মন্দির কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে। 

২০২০ সালের মার্চ মাসে যখন কোভিডের প্রকোপ শুরু হয়েছিল। সারা দেশে দীর্ঘ সময় ধরে চলে লকডাউন। অন্যান্য ধর্মস্থানের মতো তারকেশ্বর মন্দিরও বন্ধ রাখা হয়েছিল। পরে পরিস্থিতি একটু ঠিক হলে মন্দিরের দরজা খোলা হয়। গত সেপ্টেম্বর মাসে যখন মন্দিরের দরজা খোলা হয় গর্ভগৃহ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। মন্দির চত্বরে যে ভক্তরা আসতেন চোঙের মাধ্যমে শিবলিঙ্গের মাথায় জল দিতেন। এবার শিবরাত্রির বিশেষ তিথি থেকে গর্ভগৃহে প্রবেশ করতে পারবেন তাঁরা। মাস্ক পরেই মন্দির চত্বরে প্রবেশ করতে হবে সবাইকে। 

দেশের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা দশ হাজারের নিচে নেমে গিয়েছে। বাংলার কোভিড গ্রাফও বেশ নিম্নমুখী। এমন পরিস্থিতিতেই তারকেশ্বর মন্দিরের গর্ভগৃহ খোলার খবরে মন্দির চত্বরের ব্যবসায়ীরাও বেশ খুশি।