বেশি যোগ্যতা নিয়ে কম যোগ্যতার চাকরি নিয়ে বড়োসড়ো রায় দিল দেশের সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্টের বিচারপতি একটি মামলায় রায় দিতে গিয়ে জানিয়েছেন; যোগ্যতা বেশি হলে তা লুকিয়ে আর কম যোগ্যতার চাকরি করা যাবে না। এই রায়ে কপালে ভাঁজ পড়েছে চাকরিপ্রার্থীদের। এই রায় দানের ক্ষেত্রে, ওড়িশা হাইকোর্টের দুটি রায়ও খারিজ করেছে সুপ্রিম কোর্ট। আমাদের দেশে যেখানে চাকরির অভাব সেখানে অনেকেই উচ্চ শিক্ষিত হয়েও কম যোগ্যতার চাকরিতে আবেদন করেন। আর এবার এই বিষয়ের ওপরেই রায় দিল আদালত।