শহীদ বিপুল রায়ের পরিবারের সঙ্গে দেখা করলেন রাজ্যপাল জগদীপ ধনকর

আগাম সূচীমতো সকাল সকাল বিন্দিপাড়া গ্রামে পৌঁছে গেলেন সস্ত্রীক রাজ্যপাল। প্রত্যাশিত মতোই শহীদ বিপুল রায়ের পরিবারের সঙ্গে দেখা করলেন রাজ্যপাল জগদীপ ধনকর । উল্লেখ্য জুন মাসে গালোয়ান সীমান্তে চীনসেনার আগ্রাসন রুখতে গিয়ে শহীদ হন আলিপুরদুয়ারের বিন্দিপাড়ার সেনাজওয়ান বিপুল রায়।

এদিন সকালে সস্ত্রীক রাজ্যপাল বাগডোগরা বিমানবন্দরে নেমে সেনা হেলিকপ্টারে আলিপুরদুয়ারে প্যারেড গ্রাউন্ডের হেলিপ্যাডে নামেন।সাথে ছিলেন সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের আধিকারিকরা। সকাল সাড়ে নয়টা নাগাদ রাজ‍্যপাল শহীদ বীপুল রায়ের বাড়িতে পৌঁছান এবং প্রায় আধ ঘণ্টা শহীদের পরিবারের সাথে কথা বলেন।শহীদের মায়ের হাতে সাড়ে পাঁচ লক্ষ টাকা ও শহীদের স্ত্রী রুম্পা রায়ের হাতে আরো সাড়ে 5 লক্ষ টাকার চেক তুলে দেন রাজ‍্যপাল । রাজ্য সরকার ইতিমধ্যে শহীদ বিপুল রায়ের স্ত্রীকে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছে ।