শহরে এল ‘হ্যালো’ পরিষেবা

শুরু হল নতুন অ্যাপ ক্যাব ‘হ্যালো’ পরিষেবা। যাঁরা স্মার্ট ফোনে স্বচ্ছন্দ নন, অথচ ক্যাবের সুবিধা চান, তাঁরা ১৮০০১২১৯৯১১ বা ১৮০০১২১৯৯২২ নম্বরে এই পরিষেবা পাবেন। পুজোর মরশুমে আপতত ১৫০টি ক্যাব নিয়েই শহরের রাস্তায় পথ চলা শুরু ‘হ্যালো’-র। আগামী ৪৮ ঘন্টার মধ্যে আরও তিন হাজার ক্যাব নিয়ে পুরোদমে পরিষেবা শুরু করবে সংস্থা।  

গুগল প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করতে হবে এইচএলডব্লু। আসবে হ্যালো ক্যাব অ্যাপের হলোগ্রাম। ডাউনলোড করে ফোন নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করে গাড়ি বুক করতে হবে। নির্দিষ্ট থাকবে ক্যাবের ভাড়া। সংস্থা জানিয়েছে বৃষ্টি বাদলের দিনেও বাড়বে না ভাড়া।