আলিপুরদুয়ার জেলার ফালাকাটা বিধানসভা কেন্দ্রের নব নিযুক্ত বিধায়ক হিসেবে শুক্রবার বিধানসভায় শপথ গ্রহণ করলেন বিজেপি জয়ী প্রার্থী দীপক বর্মন। শপথ গ্রহণ করার পর দীপক বর্মন শনিবার সকালে ফিরে এলেন ফালাকাটায়। ফালাকাটায় ফিরে জানোজোয়ারে ভেসে গেলেন তিনি ।এদিন সকালে উত্তরবঙ্গ এক্সপ্রেসে ফালাকাটা স্টেশনে নামার পর দলের কর্মী সমর্থকরা সম্বর্ধনা প্রদান করে তাকে বরণ করেন।সাংবাদিকদের প্রশ্নের উত্তর তিনি জানান এখন অনেক দায়িত্ব বেড়ে গেছে । বিরোধী দলের বিধায়ক হিসেবে নিজের বিধানসভা এলাকার উন্নয়ন কি ভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় তা দল ও এলাকার মানুষের সাথে কথা বলে ঠিক করবো ।
শপথ গ্রহণ করলেন বিজেপি জয়ী প্রার্থী দীপক বর্মন
