লোকাল ট্রেন চালুর দাবিতে অবস্থান বিক্ষোভ বিজেপির

দক্ষিণ বঙ্গে লোকাল ট্রেন খুলে গেলেও উত্তরের লোকাল ট্রেনগুলি এখনও চালু হয়নি। এই বৈষ্যমের ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে উত্তরের অর্থনীতি এই অভিযোগে আজ জলপাইগুড়িতে অবস্থান বিক্ষোভ শুরু করে জেলা বিজেপি। করোনা এবং কোভিড পরিস্থিতি থেকেই উত্তরের লোকাল ট্রেন বন্ধ রয়েছে। উত্তরের কৃষিনির্ভর জেলা জলপাইগুড়ি, কোচবিহার জেলার বেশিরভাগ কৃষক সারাবছরই এই লোকাল ট্রেনে করেই তাদের ফসল রপ্তানি করে। ট্রেন বন্ধে বাইরের জেলা এমনকি রাজ্যগুলিতে তাদের ফসল পাঠাতে পারছে না । তাই দ্রুত উত্তরেও লোকাল ট্রেন চালুর দাবিতে জলপাইগুড়ি জেলা বিজেপির কর্মীরা শুক্রবার অবস্থান বিক্ষোভ শুরু করে।

জানা গেছে, হলদিবাড়ী এনজেপি লোকাল ট্রেন চালুর অনুমতি রাজ‍্য সরকারকে দেবার দাবিতে আজ ডিবিসি রোড জেলা বিজেপির দপ্তরে অবস্থান আন্দোলন শুরু হয় ।আন্দোলনের নেতৃত্বে ছিলেন প্রাক্তন জেলা সভাপতি দেবাশীষ চক্রবর্তী ।এছাড়াও উপস্থিত ছিলেন শ‍্যাম প্রসাদ,জীবেশ দাস,টিনা গাঙ্গুলি,সহ অন্যান্যরা।