করোনা পরিস্থিতিতে সব বাধা বিপত্তি পেরিয়ে রাজ্যে লোকাল ট্রেন চালু করার বিষয়ে বৃহস্পতিবার হতে চলেছে চূড়ান্ত বৈঠক। এর আগে আজ, বুধবার এ নিয়ে ফের একবার বৈঠকে বসল রাজ্য ও রেল। এই বৈঠকে রেলের তরফ থেকে সকালে ও বিকেলে অফিস টাইমে হাওড়া ও শিয়ালদহ শাখা মিলিয়ে মোট ২০০-এর বেশী ট্রেন চালানোর কথা বলা হয়। ট্রেনে যাত্রীদের মাস্ক পরা বাধ্যতামূলক ও মানতে হবে সামাজিক দূরত্ববিধিও। মনে করা হচ্ছে, আগামী সপ্তাহের মধ্যেই পরিষেবা শুরু করা হতে পারে।