লালা-ঘাম দিয়ে বল পালিশ নিষিদ্ধ করল অস্ট্রেলিয়া।

বল পালিশে লালা ও ঘামের ব্যবহার নিষিদ্ধ করল অস্ট্রেলিয়া। সংক্রমণ পরবর্তী পর্যায়ে স্বাস্থ্যবিধি মানতে এই সিদ্ধান্ত অস্ট্রেলিয়া সরকারের। ক্রিকেটীয় মরশুম শুরু হলে সংক্রমণের আঁচ যাতে চোখ না রাঙায়, তাই এই পদক্ষেপ বলে সরকারি সূত্রের খবর। ইতিমধ্যে লালা ও ঘাম দিয়ে বল পালিশ নিষিদ্ধ করতে উদ্যোগ নিয়েছে আইসিসি। করোনা সংক্রমণ রোধে এই পথে হাঁটবে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। এমনটাই দাবি প্রাক্তন ক্রিকেটারদের। সেক্ষেত্রে কৃত্রিম বস্তু ব্যবহারে আইনি সিলমোহর বসাতে চায় আইসিসি। সে নিয়ে চলছে বিস্তর ভাবনা। তবে, বল বিকৃতি রুখতে ফিল্ড আম্পায়ারের তদারকিতে পালিশ করতে হবে সেই বল। এমনই শর্ত রাখবে আইসিসি। ইএসপিএন ক্রিক ইনফো সূত্রে খবর, এআইএস, একাধিক মাধ্যমের সঙ্গে কথা বলে এই সিদ্ধান্ত নিয়েছে। চিকিৎসক, বিভিন্ন ক্রীড়া প্রতিষ্ঠান, রাজ্য ও কেন্দ্রীয় সরকারের সঙ্গে পরামর্শ করে এই স্বাস্থ্যবিধি লাগু করা হয়েছে।