নিজস্ব সংবাদদাতা : পরিযায়ী শ্রমিকরা বাড়ি ফিরতে মরিয়া। তাই লকডাউন ভেঙে জনস্রোত আছড়ে পড়ল বান্দ্রায়। করোনা রুখতে সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লকডাউনের মেয়াদ ৩ মে পর্যন্ত বাড়িয়ে দিয়েছেন।। সেদিনই ‘সোশ্যাল ডিস্ট্যান্সিং’কে তুড়ি মেরে উড়িয়ে মুম্বইয়ের বান্দ্রা স্টেশনে হাজির হলেন হাজার-হাজার মানুষ। যাঁরা মূলত পরিযায়ী শ্রমিক। সকলেরই বক্তব্য, দিনের পর দিন সামান্য খাবারটুকুও জুটছে না তাঁদের। পাচ্ছেন না পানীয় জলও। তাই বাড়ি ফিরতে চান তাঁরা। সেই উদ্দেশেই স্টেশনে জমায়েত তাঁদের। যদিও পরিস্থিতি বেগতিক বুঝে লাঠিচার্জ শুরু করে পুলিশ। ছত্রভঙ্গ হয়ে যায় ভিড়।