লকডাউন পরিস্থিতি পালনে কড়া প্রশাসন

কলকাতা করোনা সংক্রমণের গতি রুখতে টানা ৪৮ ঘণ্টার সাপ্তাহিক লকডাউন চলছে পশ্চিমবঙ্গে। গৃহবন্দি রাজ্যবাসী। রাস্তায় চলছে পুলিশি টহলদারি। চলছে না কোনও গণপরিবহণ, ফলে গোটা রাজ্যের পথঘাট একদম ফাঁকা। গোটা রাজ্যেই কড়া হাতে লকডাউন পরিস্থিতি নিয়ন্ত্রণ করছে পুলিশ প্রশাসন। বৃহস্পতিবার থেকে এখনও পর্যন্ত লকডাউনের বিধিনিষেধ অমান্য করে গ্রেফতার হয়েছেন মোট ২,৫৪২ জন, এর মধ্যে কলকাতা থেকে ৭৫০ জনের বেশি শহরবাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ তার মধ্যে ৩৭৮ জনকে মাস্ক না পরার জন্য গ্রেপ্তার করা হয়েছে। 

এদিকে বেশ কয়েকটি জায়গায় পুলিশ লকডাউন লঙ্ঘনকারীদের ক্ষেত্রে কড়া হাতে ব্যবস্থা নিয়েছে। এমনকী কয়েকটি জায়গায় লাঠিচার্জও করেছে পুলিশ। রাজ্য পুলিশের এক ঊর্ধ্বতন কর্তা বলেন, “সারা পশ্চিমবঙ্গ লকডাউন অমান্য করার অপরাধে প্রায় ২১৪৬ জনকে গ্রেফতার করা হয়েছে। জরিমানা আদায় হয়েছে মোট ১০,৬০০ টাকা। তবে সামগ্রিকভাবে রাজ্যে শান্তিপূর্ণভাবেই লকডাউন পালন চলছে।” এদিকে লকডাউন চলাকালীন কলকাতার কয়েকটি জায়গায় ‘হিট অ্যান্ড রান’-এর মতো ঘটনার খবর পাওয়া গেছে।

আগামী ২৭ ও ৩১ তারিখেও রাজ্য জুড়ে চলবে লকডাউন।