Homeশিরোনামলকডাউন ওঠানোর পরিকল্পনা নিয়ে আলোচনা করতেই বৈঠকে বসছে মন্ত্রিগোষ্ঠীদেশ, শিরোনামলকডাউন ওঠানোর পরিকল্পনা নিয়ে আলোচনা করতেই বৈঠকে বসছে মন্ত্রিগোষ্ঠী editorApril 21, 2020 ৩ মে পর্যন্ত দেশ জুড়ে লকডাউন জারি রাখার ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু দেশের এই করোনা পরিস্থিতিতে আদৌ ওই দিনের পর লকডাউন তোলা হবে নাকি বজায় থাকবে তা নিয়ে সিদ্ধান্ত নিতে বৈঠকে বসছে মন্ত্রিগোষ্ঠ। শুধু তাই নয়, মে মাসের ৩ তারিখের পর লকডাউনের মেয়াদ শেষও যদি হয়ে যায় তাহলেও পরবর্তী পদক্ষেপ কী হবে তা নিয়েও বৈঠকে আলোচনা হবে বলে সূত্রের খবর। যে এলাকাগুলো করোনা ভাইরাসের সংক্রমণের কারণে হটস্পট বলে চিহ্নিত হয়েছে সেখানে অনেক বেশি করে কড়াকড়ি করা হবে বলে মনে করা হচ্ছে। আর যে জায়গাগুলোতে এখন COVID-19 সেভাবে থাবা বসাতে পারেনি সেখানকার পরিস্থিতি অপেক্ষাকৃত অনেকটাই শিথিল করার ভাবনা রয়েছে কেন্দ্রীয় সরকারের। তবে লকডাউন উঠে গেলেও এখনও দেশের সব জায়গাতেই সামাজিক দূরত্ব মেনে চলতে হবে এবং মাস্ক পড়া আবশ্যিক হিসাবেই গণ্য হবে। Previous Postকেন্দ্রের করোনা প্রতিনিধি দল নিয়ে বিতর্ক, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় Next Postমুম্বই হামলার মূল চক্রী সহ ১,৮০০ জঙ্গির নাম তালিকা থেকে বাদ দিল পাকিস্তান