লকডাউন উপেক্ষা করে শিলিগুড়ির রাস্তায় দাপিয়ে বেরাল রাম ভক্তরা!

রাজ্যে চলেছ সাপ্তাহিক লকডাউন।কিন্তু এই লকডাউনকে উপেক্ষা করে রামভক্তরা দাপিয়ে বেরাল শহর শিলিগুড়ি জুড়ে।

একদল রামভক্ত বাইক বাহিনীর দল গেরুয়া ফেট্টি পরে ,হাতে গেরুয়া পতাকা নিয়ে একই বাইকে দুই তিনজন করে বসে আইনকে বুড়ো আঙুল দেখিয়ে শহর পরিক্রমা করল।সঙ্গে জয় শ্রীরামের জয়ধ্বনি ।


রাম মন্দির নির্মাণের ভিত্তি প্রস্তর অনুষ্ঠান শুরু হওয়ার মুহূর্ত থেকেই দেশ তথা রাজ্যজুড়ে এক রামনামের ঢেউ ছড়িয়ে পড়ে মানুষের মধ্যে।এই অনুষ্ঠান শেষ হওয়ার সঙ্গে সঙ্গে শিলিগুড়ির একদল রামভক্তের দল শিলিগুড়ি বর্ধমান রোড দিয়ে এয়ার ভিউ মোড়ের মহানন্দা ব্রিজের নিচ দিয়ে আবার পুরো সেবক রোডের দাপিয়ে বেরাল।এই মিছিলের মাঝখানে দেখা গেল এক পুলিশের ভ্যানকেও।এই ঘটনায় শহরজুড়ে ব্যাপক নিন্দার ও আতঙ্ক ছড়িয়েছে।করোনা পরিস্থিতিতে যেখানে রাজ্যে সম্পুর্ন লকডাউন ঘোষণা করেছে সরকার সেখানে কিভাবে একদল বাইক বাহিনী হেলমেট ছাড়াই পুরো শিলিগুড়ি দাপিয়ে বেরাল তা নিয়ে প্রশ্ন তুলেছে।যদিও এবিষয়ে পুলিশের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায় নি