লক ডাউনের কারণে দেশের সব মানুষ এখন ঘরবন্দি। দেশে বায়ু দূষণের মাত্রা ব্যাপক হারে কমে গেছে। পাখি থেকে শুরু করে জীবজন্তু খোলামেলাভাবে ঘোরাফেরা করছে। শ্রীনগরের কিছু ছবি ভাইরাল হয়েছে। এই ছবিগুলোতে শ্রীনগর থেকে পিরপঞ্জাল রেঞ্জ পরিষ্কার দেখা যাচ্ছে । এর আগে জলন্ধর থেকে হিমাচল পাহাড়ের যে ছবি দেখা গিয়েছিল তাও ভাইরাল হয়েছিল ভীষণভাবে।
পিরপঞ্জাল রেঞ্জ হিমাচল প্রদেশ এবং কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু-কাশ্মীরের মাঝখানে ।সাংবাদিক ওয়াসিম অন্দ্রবি ছবিটি শেয়ার করেছেন। এই ছবি শেয়ার করে সাংবাদিক লিখেছেন ,”২৩ এপ্রিল ২০২০ তে শ্রীনগর থেকে পিরপঞ্জাল রেঞ্জ দেখা যাচ্ছে।”