তারকা টেনিস প্লেয়ার সানিয়া মির্জার মতো বিশ্ব জুড়ে সব ক্রীড়াবিদরাই লকডাউনে হাঁপিয়ে উঠছেন। যাঁরা সময়ের অভাবে সাধারণত হাপিয়ে ওঠেন আজ তাঁরাও লকডাউনে গৃহবন্দি। সানিয়া মির্জা সদ্যই ফিরেছিলেন কোর্টে। সন্তানের জন্মের পর গত জানুয়ারি মাসেই তিনি ফিরেছিলেন পেশাদার টেনিসে দীর্ঘদিন পর। কিন্তু তার পরই ভয়ঙ্কর ভাইরাসের আক্রমণে স্তব্ধ হয়ে গিয়েছে গোটা বিশ্ব। তার প্রভাব পড়েছে ভারতে। ভারতও গত ২৪ মার্চ থেকে চলে গিয়েছে লকডাউনে। প্রথমে ১৪ এপ্রিল পর্যন্ত লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হলেও মঙ্গলবার তা বাড়িয়ে করে দেওয়া হয়েছে ৩ মে পর্যন্ত। মঙ্গলবার সানিয়া তাঁর অনুভূতির কথা জানিয়েছেন। তিনি টুইটারে তাঁর একটি ছবি পোস্ট করেছেন। সেই ছবিতে দেখা যাচ্ছে সানিয়া একটি দেওয়ালে হেলান দিয়ে বসে রয়েছেন, হাতে রয়েছে টেনিস র্যাকেট এবং চারদিকে ছড়িয়ে রয়েছে অনেক বল। ছবি পোস্ট করে তিনি ক্যাপশনে লেখেন, ‘‘আবার টেনিস খেলার অপেক্ষায় রয়েছি।”