লকডাউনে চিড়িয়াখানায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্ দুই

বৃহস্পতিবার দুপুর সাড়ে এগারোটা নাগাদ আলিপুর চিড়িয়াখানার ভেতর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল দুই ব্যক্তির। গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি আরো একজন। লকডাউনের জন্য বন্ধই ছিল চিড়িয়াখানা। কিন্তু ১০ থেকে ১৫ জন বেসরকারি বিজ্ঞাপন সংস্থার কর্মী এই দিনে চিড়িয়াখানার ভেতরে বিজ্ঞাপন সংস্থার বোর্ড লাগাচ্ছিলেন। এই কাজ করার সময় কোনভাবে এক ব্যক্তি বিদ্যুৎপৃষ্ট হন। তাকে ছাড়াতে গিয়ে আরও দুজন বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাটি ঘটার কিছুক্ষণ পরে চিড়িয়াখানার সামনে এসে উপস্থিত হয় ওয়াটগঞ্জ থানার পুলিশ। পুরো ঘটনাটি কিভাবে ঘটল তা খতিয়ে দেখছে তারা।

কোন মতে তাঁদের মুক্ত করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে দুই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে চিংড়িহাটার বাসিন্দা প্রদীপ দাস এবং মুর্শিদাবাদের বাসিন্দা তারিণী ঘোষ-এর। এদিকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে ওড়িশার বাসিন্দা লিটন দাস।