লকডাউনে এক হল চার হাত।

উত্তরপ্রদেশের ২০ বছরের এক তরুণী লকডাউনের মধ্যে ৮০ কিমি হেঁটে কানপুর থেকে কনৌজ গেলেন বিয়ে করতে! ৪ মে তাঁদের বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু লকডাউনের কারণে বিয়ে স্থগিত হয়ে যায়। তবে বিয়ে আটকে গেলেও পাত্র ২৩ বছরের বীরেন্দ্র কুমারের সঙ্গে ফোনে নিয়মিত যোগাযোগ ছিল ২০ বছরের গোল্ডির। এবং সেটা মার্চ মাসে লকডাউন ঘোষণার পর থেকেই। তাঁদের বিয়ে দু’-দু’বার ভেস্তে যায় লকডাউনের কারণে। সেজন্য দু’জনেই বেশ বিষণ্ণ হয়ে পড়েন। অবশেষে বুধবার বিকেলে কানপুরের লক্ষণপুর তিলক গ্রামের গোল্ডি সিদ্ধান্ত নেন তিনি কনৌজের বৈশ্যপুরে বীরেন্দ্রদের বাড়ি হেঁটেই যাবেন। গোল্ডির আসার খবর পেয়েই বীরেন্দ্রর বাড়িতে সাজো সাজো রব পড়ে যায়। তবে যেহেতু লকডাউন, তাই সামাজিক দূরত্বের নিয়ম মেনে স্থানীয় এক মন্দিরেই সম্পন্ন হয় বিয়ে।