লকডাউনের মধ্যেও সেই প্রতিশ্রুতি থেকে পিছপা হলেন না র‌্যাপার বাদশা। 

প্রতিশ্রুতি দিয়েছিলেন বাংলার লোকশিল্পী রতন কাহারকে প্রাপ্য সম্মান দেবেন। লকডাউনের মধ্যেও সেই প্রতিশ্রুতি থেকে পিছপা হলেন না র‌্যাপার বাদশা। বাংলার লোকশিল্পী রতন কাহারের হাতে পৌঁছে দিলেন টাকা। রতন কাহারের বড় লোকের বেটি লো গানটি ব্যবহার করেছিলেন নিজের র‌্যাপে। আর তার পরেই তাঁর বিরুদ্ধে চুরির অভিযোগ ওঠে। লাইভে এসে বলেন, তিনি জানতেন না গানটি রতন কাহারের। সঙ্গে এও জানান তিনি লোকশিল্পীকে সাহায্য করতে চান। সোমবার রতন কাহারের অ্যাকাউন্টে পাঁচ লক্ষ টাকা পাঠায় বাদশার টিম। টাকা পেয়ে খুশি প্রবীণ সঙ্গীতশিল্পীও। ফোনে তিনি ধন্যবাদও জানিয়েছেন বাদশাকে। অপেক্ষা করে রয়েছেন তাঁর সঙ্গে দেখা করবেন বলে।