লকডাউনেও বসে নেই সলমান খান

বিশ্বজুড়ে চলছে করোনা ভাইরাসের মহামারী ঠেকানোর লড়াই। লকডাউন আর করোনা থেকে বাঁচার লড়াইয়ে বন্ধ রয়েছে সকল ধরণের শুটিং। এমন অবস্থায়ও থেমে নেই সলমান খান।

সলমান খান পানভেলের ফার্মহাউসে বসেই কখনও নিজের গলায় গান রেকর্ড করছেন আবার কখনও বা জ্যাকলিন ফার্নান্ডেজের সঙ্গে মিউজিক ভিডিও বানাচ্ছেন।

সলমান খান বলেন, পনেরো বছর বয়স থেকেই কাজ শুরু করেছি আমি। কেরিয়ারের প্রথম দিকে ছবি ফ্লপ করেছিল। কিন্তু ফ্লপ করা সত্ত্বেও কাজ করা থামাইনি। সেই ট্র্যাডিশন এখনও চলছে।

পরিবারের লোকজন ছাড়াও সলমানের ফার্মহাউসে রয়েছেন অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ, মডেল ওয়ালুশা এবং তার কথিত গার্লফ্রেন্ড ইউলিয়া ভন্তুর।

সলমান খান বলেন, ‘মা, বোন অর্পিতা সবার সঙ্গেই কিছু সময় কাটাতে চেয়েছিলাম। যদিও অর্পিতা তার সন্তানদের নিয়ে মুম্বাই আছে।’