প্রভীন কুমার টুইটারে রোহিত শর্মা ও সুরেশ রায়নার সঙ্গে পুরনো ছবি পোস্ট করলেন। সেখানে তিনি ক্যাপশনে লিখলেন, ‘‘সেই সব দিন”। সেই পোস্ট সঙ্গে সঙ্গেই হিট হয়ে গেল। রি-টুইট, লাইকে ছেয়ে গেল। সেই পোসিটে রোহিত শর্মা লিখলেন, ‘‘হিস্টিরিক্যাল”, সঙ্গে যোগ করলেন, ‘‘সেই সব দিন ছিল, কী মজা ছিল।” সেই ছবি তিন জন ভারতীয় ক্রিকেটারকেই দেখা যাচ্ছে নানা রকমের মুখভঙ্গিতে। রায়না এই পোস্টে লেখেন, ‘‘তোমার স্পেল এখনও মনে আছে যেখানে তুমি আউটসুইঙ্গারের মাধ্যমে দিলশানের অফস্ট্যাম্প ছিটকে দিয়েছিলে।”