রোডিকের মৈত্রী সেতু প্রকল্পের কাজ সমাপ্ত

রোডিক কনসাল্টেন্টস প্রাইভেট লিমিটেড সাফল্যের সঙ্গে ফেনি নদীর উপরে ১.৯ কিলোমিটার দীর্ঘ ‘মৈত্রী সেতু’ প্রকল্পের কাজ শেষ করেছে। গত মঙ্গলবার সেতুটির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অথরিটি ইঞ্জিনিয়ার হিসেবে রোডিক এই সেতুটির নির্মাণ কাজের তত্ত্বাবধানের দায়িত্ত্বে ছিল।

ভারত-বাংলাদেশ সীমান্তে ত্রিপুরায় এনএইচ-৮ বরাবর সাবরুমে ফেনি নদীর উপরে এই সেতুটি নির্মিত হয়েছে। ন্যাশনাল হাইওয়েজ অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের উদ্যোগে নির্মিত এই সেতুটি দক্ষিণ ত্রিপুরা ও বাংলাদেশের চট্টগ্রামের মধ্যে সরাসরি সংযোগ গড়ে তুলবে। 

আশা করা হচ্ছে, ‘মৈত্রী সেতু’ ভারত ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধিতে সহায়ক ভূমিকা নেবে। উত্তরপূর্বাঞ্চলে আন্তর্জাতিক সমুদ্রবন্দরগুলির সঙ্গে প্রত্যক্ষ যোগাযোগ ছাড়াও ত্রিপুরায় পর্যটন শিল্পের বিকাশেও গুরুত্ত্বপূর্ণ ভূমিকা নেবে ‘মৈত্রী সেতু’।