রেল টিকিটের দাম ১০ টাকা বাড়িয়ে ৫০ টাকা করা হল

করোনা সংকটের মধ্যে প্ল্যাটফর্মগুলিতে এই বাড়তি ভিড় কাঙ্ক্ষিত নয়। রেল কর্তৃপক্ষের মনে হয়েছে, প্ল্যাটফর্মগুলিতে অনেকেই অকারণে ভিড় করেন। রেল কর্তৃপক্ষের যুক্তি, টিকিটের দাম পাঁচগুণ বাড়ানোয় লোকজন অপ্রয়োজনে স্টেশন প্ল্যাটফর্মগুলিতে ভিড় করবেন না। এত করে রেলের পক্ষে কোভিডের সুরক্ষাবিধি মেনে চলা সম্ভব হবে। তাই সামাজিক দূরত্ববিধি বজায় রাখতে ১০ টাকার প্ল্যাটফর্ম টিকিট বাড়িয়ে ৫০ টাকা করা হয়েছে।

রেলের মুখপাত্র অফিশিয়াল ট্যুইটার হ্যান্ডেলে এদিন জানান, এর মধ্যে নতুনত্ব কিছু নেই। করোনাভাইরাসের প্রাদুর্ভাবে রেলস্টেশনে লোকজনের আনাগোনা নিয়ন্ত্রণ করতে রেল কর্তৃপক্ষ এই পদক্ষেপ করেছে। তিনি বলেন, পুনে জংশনের প্ল্যাটফর্ম টিকিট ৫০ টাকা করার কারণ অপ্রয়োজনে লোকজনের স্টেশনে আসা বন্ধ করা। যাতে করে সামাজিক দূরত্ববিধি বজায় থাকে। শুধু পুনা নয়, ২৫০ রেল স্টেশনে প্ল্যাটফর্ম টিকিটের দাম ১০ টাকা থেকে বাড়িয়ে ৫০ টাকা করা হয়।