স্থানীয়রা দীর্ঘদিন ধরে অসুবিধার সম্মুখীন হলেও পূরণ হয়নি আন্ডারপাস নির্মাণের দাবি। রানিডাঙ্গা রেলগেটে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হচ্ছে স্কুল পড়ুয়া, এম্বুলেন্স সহ জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত একাধিক মানুষ। একঘন্টা পেরোতে না পেরোতেই ব্যারিকেডে মিনিটের পর মিনিট আটকে থাকতে হচ্ছে সবাইকে। রানিডাঙ্গা এবং রাঙ্গাপানির সড়কের মাঝখানে রানিডাঙ্গা রেলগেটে এই সমস্যা একপ্রকার সহ্য করতে করতে অভ্যেস হয়ে গেছে এলাকায় প্রায় পঞ্চাশ হাজার মানুষের। ওই রেল লাইন দিয়ে এনজেপি থেকে কলকাতা গামী সমস্ত ট্রেনের রুট থাকায় কিছুক্ষন পর পর রেলগেট পড়ে যায়। ফলে জরুরি পরিষেবার গাড়িও সেই রেলগেটে আটকে দাঁড়িয়ে পড়তে হয় বাধ্যমত। এলাকাবাসী একাধিকবার আন্ডারপাসের দাবি নিয়ে সোচ্চার হলেও এখনো কোনো কাজ হয়নি।