রেড রোডের অনুষ্ঠানে কোভিড যোদ্ধাদের সম্মান জানালেন মুখ্যমন্ত্রী

কোভিড পরিস্থিতির কারণে আধ ঘণ্টারও কম সময়ে শেষ হয়ে গেল রেড রোডে রাজ্য সরকারের স্বাধীনতা দিবস উদযাপন। এদিন ৭৪ তম স্বাধীনতা দিবসে একেবারেই অনাড়ম্বর এবং সংক্ষিপ্ত অনুষ্ঠান হয়। এদিন গোটা অনুষ্ঠানের পৌরহিত্য করেন স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়।

কেন্দ্রীয় সরকারের তরফে কয়েক দিন আগেই রাজ্যগুলিকে গাইডলাইন পাঠিয়ে বলেছিল, যত সংক্ষেপে সম্বব তত কম সময়েই স্বাধীনতা দিবসের অনুষ্ঠান করতে হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেড রোডে পৌঁছে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি ও পুলিশ মেমোরিয়াল ফলকে মাল্যদান করেন। এরপর পায়রা উড়িয়ে শান্তির বার্তা দেওয়া হয় রাজ্যের তরফে। আগেই ঠিক ছিল, এবারের স্বাধীনতা দিবসে মূলতকোভিড যোদ্ধাদের সম্মান জানানো হবে রাজ্যের তরফে। ২৫ জন কোভিড যোদ্ধার হাতে স্মারক স্মমান তুলে দেন মুখ্যমন্ত্রী। বিভিন্ন বাহিনীর অভিবাদন পর্বের পরেই সমাপ্তি ঘোষণা হয়ে যায় অনুষ্ঠানের।

জুলাই মাসের শেষেই মুখ্যমন্ত্রী বলেছিলেন, এবারের রেড রোডের অনুষ্ঠান হবে একেবারেই ছোট। অন্যবার লক্ষ লক্ষ মানুষ আসেন। এবার সেই সুযোগ নেই। তাঁর আবেদন ছিল, এবার ঘরে ঘরে জাতীয় পতাকা তুলুন।