এক ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হলো কলকাতায়। এবার থেকে কলকাতার দুটি রুটের বাসে তৃতীয় লিঙ্গের জন্য সংরক্ষিত থাকবে আসন। স্বাধীনতা দিবসে এই নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। আর এই যাবতীয় উদ্যোগে পেছনে রয়েছেন কলকাতার শোভন মুখোপাধ্যায়।
এতদিন পর্যন্ত প্রতিটি মহিলার কাছে সুলভে স্যানিটারি ন্যাপকিন পৌঁছে দেওয়া ছিল তাঁর জীবনের একটি অন্যতম লক্ষ্য। কিন্তু এরপর ধীরে ধীরে মহিলাদের পাশাপাশি রূপান্তরকামীদের অধিকারের জন্য লড়াই করতে শুরু করেন শোভন। কলকাতার রাস্তাঘাটে বিভিন্ন সময়ে রূপান্তরকামীদের হেনস্তার ঘটনা আগেও সামনে এসেছে। তাই বাসে যাতে তাদের আসন সংরক্ষণ থাকে সেই জন্য চেষ্টা করলেন শোভন। এই প্রস্তাবে তাকে সাহায্য করেন প্রাক্তন কাউন্সিলর অনিতা কর মজুমদার।