রিয়া চক্রবর্তী এফআইআর-এর কারণে সুপ্রিম কোর্টের দ্বারস্থ

প্রয়াত সুশান্তের বাবা কে কে সিং-এর করা এফআইআর-এর ভিত্তিতে মুম্বই পৌঁছে গেছে বিহার পুলিশের একটি দল। শুরু হয়েছে তদন্তও। বিহার পুলিশের তরফ থেকে অভিযোগ করা হয়েছে যে, মুম্বই পুলিশ তাঁদের তদন্তের কাজে সহয়তা করছে না। বিহার পুলিশ মুম্বইয়ে রিয়ার আবাসনে জিজ্ঞাসাবাদের জন্য গেলে সুশান্তের বান্ধবীর দেখা পাওয়া যায়নি।

রিয়াও ইতিমধ্যেই অন্তর্বর্তীকালীন জামিনের প্রস্তুতি শুরু করে দিয়েছেন। এ ব্যাপারে গতকালই তাঁর ব্যক্তিগত আইনজীবীর সঙ্গেও দীর্ঘক্ষণ আলোচনা করেছেন অভিনেত্রী রিয়া। সুশান্তের বান্ধবী রিয়ার আইনজীবী জানিয়েছেন যে, সুশান্তের মৃত্যুর তদন্ত ইতিমধ্যেই মুম্বইতে চলছে। যা সম্পর্কে সকলেই অবগত, এই অবস্থায় একই ঘটনার সঙ্গে সম্পর্কিত বিষয়ে বিহারে মামলা করা সম্পূর্ণ অবৈধ। বিহারে তাঁর বিরুদ্ধে হওয়া এফআইআর মুম্বইতে স্থানান্তরিত করা উচিত। দুটি পৃথক রাজ্যের পুলিশ একই মামলার তদন্ত করতে পারে না।