রিয়ার আর্জি সুপ্রিম কোর্টে

সুপ্রিম কোর্টে নতুন আর্জি দাখিল করলেন সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলার মূল অভিযুক্ত রিয়া চক্রবর্তী। সোমবার দ্বিতীয়বার ইডির জেরার মুখে অভিনেত্রী। এর মাঝে মিডিয়াকে কাঠগড়ায় দাঁড় করিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ রিয়া। সর্বোচ্চ আদালতে রিয়ার আবেদন এই মামলায় মিডিয়া ট্রায়াল অবিলম্বনে বন্ধ করা হোক। কারণ মিডিয়া তাঁকে এই মামলায় দোষী সাব্যস্ত করবার চেষ্টা করছে।

শুধু তাই নয় সুপ্রিম কোর্টে দায়ের করা নতুন পিটিশনে রিয়া এই মামলার তদন্তভার সিবিআইয়ের হাতে সঁপে দেওয়ার কেন্দ্রের সিদ্ধান্তকে নিয়েও আশঙ্ক্ষা প্রকাশ করেছেন। সুপ্রিম কোর্টে ‘ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ বন্ধ করা’ এবং ‘মানসিক যন্ত্রণা থেকে অব্যহতি’ চেয়ে এই আর্জি দায়ের করেছেন রিয়া। রিয়া দাবি করেছেন, এই ইস্যুটিকে নিয়ে মিডিয়ায় প্রয়োজনের থেকে বেশি কাঁটাছেড়া চলছে। মিডিয়া চ্যানেলে মামলায় সাক্ষীদের সওয়াল-জবাব করা হচ্ছে। সুশান্তের মামলায় কোনওরকম ফাউল প্লে প্রমাণিত হওয়ার আগেই মিডিয়া রিয়াকে দোষী বলে ঘোষণা করছে।