রায়নার পিসেমশাই খুনে গ্রেফতার তিনজন ধৃত

ভারতীয় ক্রিকেটের প্রাক্তন তারকা সুরেশ রায়নার পিসেমশাইকে খুন ও পিসি-সহ বাকিদের জখম করার অভিযোগে তিনজনকে পুলিশ গ্রেফতার করার পরেই পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং জানিয়েছেন, তদন্ত শেষ।

পঞ্জাবের ডিজিপি দিনকর গুপ্তা জানিয়েছেন, ধৃতরা একটি স্থানীয় দুষ্কৃতী দলের সদস্য। তাদের দলে আরও ১১ জন রয়েছে। তারা পলাতক খোঁজ চলছে তাদের। এই ঘটনার তদন্তের দায়িত্বে থাকা স্পেশ্যাল ইনভেস্টিগেশন দল সন্দেহভাজন তিন যুবকের খোঁজ পেয়ে তিনজনকেই গ্রেফতার করে। তাদের কাছে ধারালো অস্ত্র, সোনার গয়না ও ১৫৩০ টাকা উদ্ধার হয়েছে বলে খবর।

পুলিশের জেরার মুখে ধৃত তিনজন স্বীকার করে তাদের গ্যাং পঞ্জাব, উত্তরপ্রদেশ ও জম্মু কাশ্মীরের একাধিক জায়গায় এই ধরনের ছিনতাইয়ের কাজ করে। ওই দুষ্কৃতীরা রায়নার পিসেমশাই অশোক কুমারের বাড়িতে হামলা করেছিল। অপরাধীদের কঠিন শাস্তি দেওয়া হবে।