রাম মন্দির ভিত্তি প্রস্তর: কোচবিহারে উৎসবের চেহারা

অযোধ্যায় চলছে রাম মন্দিরের ভিত্তি প্রস্তর অনুষ্ঠানের আমেজে মাতোয়ারা কোচবিহার।এই উপলক্ষে সেজে উঠছে কোচবিহার শহর।রাম মন্দির ভূমি স্থাপনের পর গোটা কোচবিহারে উৎসবের চেহারা নিয়েছে ।

সকাল থেকেই জেলার বিভিন্ন স্থানে চলে পুজো আর্চনা এবং দুপুর হতেই রাস্তার বিভিন্ন মোড়ে ফাটানো হয় আতশবাজি এবং মিষ্টি মুখ করোনা হয় সাথে বাড়ি বাড়িতে শঙ্খ ধ্বনি দেওয়া হয় ।অকাল দিপাবলি নেমে এসেছে কোচবিহারে এবং বিশ্ব হিন্দু পরিষদ এর পক্ষ থেকে জানানো হয় প্রত্যেকটা বাড়িতে সন্ধ্যা হওতেই প্রদীপ চালানো হবে যেহেতু করোনা আবহ চলছে তাই প্রত্যেকটা বাড়ি থেকেই প্রদীপ জ্বালিয়ে উৎসব পালন করা হবে।

চেহারা নিয়েছে মেজাজ কার্যত