রাম মন্দির নির্মাণে বড়সড় দান করলেন জগদীপ ধনখড়

কলকাতাঃ  অযোধ্যায় তৈরি হচ্ছে রাম মন্দির। যুদ্ধকালীন তৎপরতায় চলছে এখন মন্দির তৈরির কাজ। মন্দির নির্মাণের প্রস্তুতি শুরু হয়েছে অনেক আগে থেকেই। ১৫ জানুয়ারি থেকে চলবে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত। তবে মন্দির নির্মাণের জন্য চাঁদা সংগ্রহের অভিযান গত সপ্তাহ থেকে শুরু হয়েছে।

এবার বাংলার রাজ্যের রাজ্যপাল জগদীপ ধনখড় রাম মন্দির নির্মাণের জন্য বড়সড় দান করলেন। রাজ্যপাল জগদীপ ধনখড় রাম মন্দির নির্মাণের জন্য আজ ৫ লক্ষ ১ টাকার চেক দেন। বিশ্বহিন্দু পরিষদ আর রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টের সদস্যরা কলকাতার রাজভবনে গিয়েছিলেন। তাঁদের হাতেই মন্দির নির্মাণের জন্য দান তুলে দেন রাজ্যপাল জগদীপ ধনখড় এবং ওনার স্ত্রী সুদেশ ধনখড়।

গত বছরের ৫ অগাস্ট, সরযূ পাড়ে অযোধ্যায় রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। উল্লেখ্য, আগামী সাড়ে তিন বছরের মধ্যে রাম মন্দির তৈরির কাজ শেষ হয় যাবে বলে আশাবাদী কর্তৃপক্ষ। কোটি-কোটি টাকা খরচে তৈরি হচ্ছে এই মন্দির।