রাম মন্দিরের জন্য মহা যজ্ঞ শুরু তারাপীঠে, জীবিত কুণ্ডের জল ও মহাশ্মশানের জল যাবে অযোধ্যায়

অযোধ্যায় রাম মন্দির নির্মানের জন্য মহাযজ্ঞের আয়োজন করা হল তারপীঠ মন্দিরে। বিশ্ব হিন্দু পরিষদের তরফে এই আয়োজন করা হয়।। তারাপীঠের জীবিত কুন্ডের জল, দ্বারকা নদীর জল ও তারাপীঠের মহাশ্মশানের জল পাঠানো হবে অযোধ্যায় । অযোধ্যায় রামমন্দির নির্মান হেতু মৃত্তিকা পুজো করা হল সিদ্ধপীঠ তারাপীঠে । সেই উপলক্ষ্যে একটি মহাযজ্ঞের আয়োজন করা তারাপীঠ মন্দির চত্বরে ।