রাম পুজোতে বাধা পুলিশের, উত্তেজনা ধুপগুড়ির শালবাড়িতে

রাম মন্দির ভিত্তি প্রস্তর অনুষ্ঠানে মন্দিরে পুজোকে কেন্দ্র করে উত্তেজনা ধুপগুড়ির শালবাড়িতে। রাম মন্দিরের ভিত্তি প্রস্তর।অনুষ্ঠান উপলক্ষে ধুপগুড়িতে পুজোর কার্যক্রম নেওয়া হয় স্থানীয় কয়েকজনকে নিয়ে।স্থানীয়দের অভিযোগ পুলিশ এসে তাদের মন্দিরে পুজোর অনুষ্ঠান বন্ধ করতে বলে।তারা সমস্ত বিধিনিষেধ মেনেই পুজোর আয়োজন করলেও পুলিশ তাদের পুজো বন্ধের জন্য চাপ দেয়।এদিকে পুলিশের বক্তব্য এই লকডাউনে পুলিশের অনুমতি না নিয়ে পুজোর আয়োজন করেছে ।ঘটনাস্থল থেকে স্থানীয়দের সরিয়ে দেয় পুলিশ ।সঙ্গে পুজোও বন্ধ করে ।