ফিনান্সিয়াল ইনক্লুশনকে দেশের আরও গভীরে নিয়ে যাওয়ার লক্ষ্য নিয়ে রাপিপে ফিনটেক প্রাইভেট লিমিটেড সম্প্রতি তার এজেন্টদের (রাপিপে সাথী) জন্য দেশজুড়ে চালু করেছে সর্বাধিক কমিশন-ভিত্তিক এইপিএস (আধার এনাবেলড পেমেন্ট সিস্টেম) সার্ভিস। এই অফার চালু থাকবে ২০২১ সালের মধ্য-জানুয়ারি পর্যন্ত।
রাপিপে আধার এনাবেলড পেমেন্ট সিস্টেম ব্যবহার করে সমাজের সর্বস্তরের মানুষ আধার কার্ড দ্বারা ক্যাশ উইথড্রয়াল সার্ভিস পেতে সক্ষম হবেন। এই ‘হাইলি সিকিয়োর্ড’ ও ‘ইউজার-ফ্রেন্ডলি’ সিস্টেম দ্বারা ‘রাপিপে সাথী’দের মাধ্যমে যেকোনও সময় টাকা তোলা, পেমেন্ট করা ও অ্যাকাউন্ট স্টেটমেন্ট ডাউনলোড করা যাবে। রাপিপে এইপিএস শুধু গ্রাহকদের সহজ ব্যাংকিং সার্ভিসের সুবিধা প্রদান করে না, তার এজেন্টদেরও দেয় সর্বাধিক কমিশন। রাপিপে প্রতিটি লেনদেন পিছু ৩ টাকা ‘ইনক্রিমেন্টাল কমিশন’ দেবে, যা আধার এটিএম ইন্ডাস্ট্রিতে এযাবৎকালের সর্বাধিক।