রাজ্য বিজেপির পক্ষ থেকে টোল-ফ্রি নম্বর চালু হলো তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ জানানোর জন্য

কলকাতা: বুধবার রাজ্য বিজেপির পক্ষ থেকে একটি টোল-ফ্রি নম্বর চালু করা হলো যেখানে বর্তমান তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ জানাতে পারবেন রাজ্যের মানুষ। ফোন নম্বরটি হলো ৭০৪৪০৭০৪৪০। রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ এই বিশেষ পরিকল্পনার সূচনা করেন। দিলীপ ঘোষ বলেন, “তৃণমূলের নানা দুর্নীতির কারণে রাজ্যের মানুষ দুর্ভোগ পোহাচ্ছেন। তৃণমূল সরকারের বিরুদ্ধে বা কোনও নির্দিষ্ট তৃণমূল নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকলে আপনারা আমাদের এই টোল ফ্রি নম্বরে ফোন করতে পারেন এবং আপনাদের অভিযোগগুলো নথিভুক্ত করতে পারেন।”

মানুষের করা এই অভিযোগ সংগ্রহ করে সেগুলো কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানো হবে বলে জানান পশ্চিমবঙ্গ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। অনেকেই বলছেন, এটাই এখন আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপির রাজনৈতিক কৌশল হতে চলেছে। রাজ্যের বিরোধী দলগুলোর একটি অংশ লাগাতার অভিযোগ করে আসছে যে, আমাফানে যাঁদের প্রকৃত ক্ষতি হয়েছিলো তাঁরা সরকারি সাহায্য পাননি।