রাজ্য জুড়ে বৃষ্টির পূর্বাভাস দিলো আবহাওয়া দফতর

হুহু করে রাজ্যে বাড়ছে গরম৷ প্রখর রোদে গলদঘর্ম অবস্থা৷ তাপমাত্রার পারদ চড়ছে দিন প্রতিদিন৷ গরমে হাঁসফাঁস করছে মানুষ৷ অপেক্ষা কালবৈশাখীর৷ এরই মধ্যে কিছুটা স্বস্তির খবর শোনাল হাওয়া অফিস৷ দুই থেকে তিন ঘণ্টার মধ্যে রাজ্যের কয়েকটি জেলায় ঝেঁপে বৃষ্টি নামবে৷ এই জেলাগুলিতে বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর৷

কোন দুই জেলায় বইবে স্বস্তির বাতাস? জানা গিয়েছে, আর কিছুক্ষণের মধ্যে বৃষ্টি নামবে ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরের বেশ কয়েকটি অংশে৷ সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া৷ আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। এছাড়াও বৃষ্টি হবে দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার একটি বা দুটি জায়গায়৷ সেখানেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঝড়ের পূর্বাভাস জারি করা হয়েছে৷ আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায়৷

পয়লা বৈশাখের আগে থেকেই দক্ষিণবঙ্গে বাড়তে শুরু করেছে গরমের প্রকোপ৷ বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমানে যেন লু বইছে। গতকাল বাঁকুড়ায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৩.৭ ডিগ্রি সেলসিয়াস৷ যা চলতি মরসুমে সবচেয়ে বেশি৷ পানাগরে তাপমাত্রা ছিল ৪৩.১ ডিগ্রি সেলসিয়াস এবং আসানসোলে ৪২.৬ ডিগ্রি সেলসিয়াস৷ তবে এরই মধ্যে আশার খবর, দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় পড়বে বৃষ্টির জল৷