করোনা ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ছে দেশের অনেক রাজ্যেই, পশ্চিমবঙ্গও তার ব্যতিক্রম নয়। কিন্তু সম্প্রতি যেভাবে দিল্লি থেকে এ রাজ্যে আসা ৯ জন সিআরপিএফ জওয়ানের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে তাতে মানুষের মধ্যে আতঙ্ক আরও বেড়ে গেছে। শুধু সাধারণ মানুষই নন, এই ঘটনায় উদ্বিগ্ন শাসক দল তৃণমূল কংগ্রেসের নেতা তথা সাংসদ ডেরেক ও’ব্রায়ানও। তিনি নিজের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে এই ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেছেন যে, ১৪ এপ্রিল দিল্লি থেকে কলকাতায় বিশেষ ট্রেনে করে যে আরপিএফ জওয়ানরা আসেন তাঁদের মধ্যে ৯ জন করোনা পজিটিভ। আর এই ঘটনা নিয়েই প্রশ্ন তুলেছেন ডেরেক। তাঁর প্রশ্ন ছিল যখন দেশে লকডাউন চলছে তখন তাঁরা কীভাবে ট্রেনে করে এ রাজ্যে এলেন? তাঁদের কে বা কারা পাঠিয়েছে সেই নিয়েও প্রশ্নচিহ্ন রাখেন তিনি।