আক্রান্তের সংখ্যার গ্রাফ আগেই উর্ধমূখী ছিল।এবার করোনায় মৃত্যুর সংখ্যাও লাফিয়ে বাড়ছে।এতদিন আক্রান্তের সংখ্যার সঙ্গে সুস্থ হওয়ার হারও বেশি ছিল,কম ছিল মৃত্যুহার।এবার সেই হিসেব পাল্টে মৃত্যুর সংখ্যাও বাড়ছে লাফিয়ে লাফিয়ে।রাজ্যে গতকাল ২৪ঘন্টায় মৃতের সংখ্যা ৩৫। উত্তরবঙ্গে মৃতের সংখ্যা ৬। রাজ্যে করোনায় এ পর্যন্ত মোট মৃত্যু ১১৮২।মোট সংক্রামিত ৪৭হাজার ছাড়িয়েছে।