সোমবার রাজ্যে চালু করা হয়েছে একক মদের দোকান, আর প্রথম দিনেই রাজ্যে ৪০ কোটি টাকার মদের বিক্রি হল এ রাজ্যে, এমনটাই জানানো হয়েছে মদ ব্যবসায়ীদের তরফে। ৪২ দিন লকডাউনের পর, সোমবার থেকে কনটেনমেন্ট জোন ছাড়া সমস্ত লাল, কমলা এববং সবুজ জোনে অফ শপ গুলি চালু করার অনুমতি দিয়েছে রাজ্য সরকার। রাজ্যের অফ শপ, অন শপ, হোটেল মালিকদের সংগঠনের তরফে সহকারী সচিব সুস্মিতা মুখোপাধ্যায় জানান, “গতকাল রাজ্যে ৪০ কোটি টাকার মদ বিক্রি হয়েছে। গতকাল থেকেই রাজ্যের লাল, কমলা ও সবুজ জোনের ৭০ শতাংশ মদের দোকান খুলে দেওয়া হয়েছে”। বাকি ৩০ শতাংশ মদের দোকান কন্টেনমেন্ট জোনে রয়েছে বলে মঙ্গলবার জানান তিনি।