রাজ্যে নেতাদের রাজনৈতিক কর্মসূচি চিন্তা বাড়াচ্ছে স্বাস্থ্য দপ্তরকে

বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন।আর ওই বিধানসভা নির্বাচন ঘিরে বিভিন্ন রাজনৈতিক দলগুলির কর্মসূচি চিন্তা বাড়াচ্ছে স্বাস্থ্য দপ্তরের। পার্টির বিভিন্ন মিটিং সমাবেশ,নেতাদের নিচু কর্মীদের সঙ্গে দেখা,কর্মসূচিতে অংশগ্রহনের ফলে করোনা বাড়ছে বলে জানা গিয়েছে। এই করোনা থেকে রেহাই পাননি সিপিএমের অশোক ভট্টাচার্য্য থেকে বিজেপির লকেট চ্যাটার্জি,তৃণমূলের মন্ত্রী বিধায়ক পর্যন্ত। বিজ্ঞানীদল সোজাসাপ্টা জানিয়ে দিয়েছেন যে যতদিন না ভ্যাকসিন আবিষ্কার হচ্ছে ততদিন লকডাউন ছাড়া বিকল্প উপায় নেই। নাম প্রকাশে অনিচ্ছুক এক রাজনীতির লোক জানিয়েছেন” আমরা রাজনৈতিক লোক,আমাদের রাজনীতি করতেই হবে এসবের মধ্যেই।এর মাধ্যমেই আমরা জনগনের সেবা ,সুযোগ সুবিধা দেখছি।
তবে আমাদের মিটিং গুলোতে বেশি লোকের ভিড় হচ্ছে না।যথাযথ বিধিনিষেধ মেনেই সব করা হচ্ছে আমরাও সচেতন।”‘