বিগত কদিনে রাজ্যে বেড়েছে ধর্ষণ কান্ড৷ ঘটে চলেছে একের পর এক ধর্ষণের ঘটনা৷ বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসছে নারী নির্যাতনের মর্মান্তিক ছবি৷ অধিকাংশ মামলার বিচার চলছে আদালতে৷ এরই মধ্যে পাঁচটি পৃথক ধর্ষণের মামলায় রাজ্যের কাছে রিপোর্ট ও কেস ডায়রি তলব করল কলকাতা হাই কোর্ট৷ তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট ও কেস ডায়রি জমা দেওয়ার নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। ২২ এপ্রিল পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। ওই দিন আদালতের সামনে রাজ্যকে শান্তিনিকেতন, নামখানা, পিংলা, ময়নাগুড়ি এবং নেত্রা-এই পাঁচটি ধর্ষণ মামলার রিপোর্ট ও কেস ডায়রি জমা দিতে হবে৷
নদিয়ার হাঁসখালি গণধর্ষণ-কাণ্ড নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। এরই মধ্যে গত চার-পাঁচ দিনে রাজ্যে বেশকিছু ধর্ষণের ঘটনা ঘটেছে। সেই সকল ঘটনাগুলির উপযুক্ত তদন্তের প্রয়োজন রয়েছে বলে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন বিজেপির মহিলা আইনজীবিরা। মামলা দায়েরের অনুমতি দেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। মামলা দায়েরের পর শুনানি গ্রহণ করবে হাইকোর্ট।
এই মুহূর্তে নতুন করে পরপর ছটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে কলকাতা হাইকোর্টে। একের পর এক ঘটে যাওয়া গণধর্ষণ ঘটনায় সিবিআই তদন্ত আর্থিক ক্ষতিপূরণ নির্যাতিতার সুচিকিৎসার বন্দোবস্ত করা এবং পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে এই জনস্বার্থ মামলাগুলি দায়ের করা হয়েছে৷ একের পর এক ধর্ষণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে প্রধান বিচারপতি বলেছিলেন, ‘‘দু’-তিনটি ঘটনা পর পর ঘটল। কী হচ্ছে? কেন এমন ঘটনা? আমি বাকরুদ্ধ!’’