রাজ্যে ও দেশে ভারী বৃষ্টির আবহাওয়ায়ই থাকবে সপ্তাহ জুড়ে

বুধবার সকালেও মেঘলা আকাশ। সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে সাগরে ও উপকূলীয় এলাকায় ভারী মেঘের সৃষ্টি হয়েছে। বায়ু চাপের আধিক্যও বেশি থাকায় ভারী বৃষ্টির সাথে কোথাও কোথাও দমকা হাওয়া বইবে। রাজ্যজুড়ে সপ্তাহভর মেঘলা আকাশ থাকার সম্ভাবনা। হাওয়া অফিস জানিয়েছে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার পূর্বাভাস রয়েছে। আজ, বুধবার ও আগামিকাল বৃহস্পতিবার ভারী বৃষ্টি হবে দুই ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদে। গত কয়েকদিনের মতো আজও দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে।

এ কারণে আজও দেশের চার সমুদ্র বন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত এবং নদী বন্দরগুলোতে ১ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। আগামী ২৪ ঘণ্টা এই সংকেত বলবৎ থাকবে।