লকডাউনের মধ্যেই রাজ্য সরকারকে আগাম বার্তা না দিয়ে কেন পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় প্রতিনিধি দল পাঠানো হয়েছে তা নিয়ে কেন্দ্র ও রাজ্যের মধ্যে মঙ্গলবার দিনভর চলে চাপানউতোর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব এবং রাজ্যের মুখ্যসচিবের মধ্যে এ বিষয়ে দূরভাষ মারফৎ উত্তপ্ত বাক্য বিনিময় তো হয়ই, কেন্দ্র-রাজ্য চিঠি চালাচালিও হয় বলে খবর। যদিও জানা গেছে, রাজ্য সরকারের তরফ থেকে করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে কেন্দ্রের দেওয়া সব নির্দেশ মেনে চলা হবে বলে আশ্বস্ত করা হয়েছে। রাজ্যের সামগ্রিক করোনা পরিস্থিতি ও লকডাউনের নিয়ম কতটা মানা হচ্ছে তা খতিয়ে দেখতেই রাজ্যে আসে কেন্দ্রীয় পর্যবেক্ষক দল।
রাজ্যে আসে কেন্দ্রীয় পর্যবেক্ষক দল।
