রাজ্যে ‘রেড জোন’ রয়েছে কেবল চারটি। শুক্রবার এমনই দাবি করল রাজ্য সরকার। রাজ্যের ২৩টি জেলার মধ্যে ১০টিকে ‘রেড জোন’ ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। এর প্রতিবাদে রাজ্য সরকারের তরফে এমনই দাবি করা হয়েছে। প্রসঙ্গত, কোভিড-১৯ সংক্রমণ প্রবল ভাবে ছড়িয়ে পড়লে সেই অঞ্চলগুলিকে ‘রেড জোন’-এর অন্তর্ভুক্ত করা হয়। কেন্দ্রকে লেখা এক চিঠিতে রাজ্যের মুখ্য স্বাস্থ্য সচিব দাবি করেন, কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর— এই চারটি মাত্র ‘রেড জোন’ রয়েছে রাজ্যে। শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক দেশের ১৩০টি ‘রেড জোন’-এর তালিকা প্রকাশ করেছে। দু’সপ্তাহ আগের তালিকা থেকে সংখ্যায় তা ৪০ কম। তবে ‘গ্রিন জোন’-এর সংখ্যাও কমেছে। ৩৫৬ থেকে কমে ৩১৯-এ নেমে এসেছে সংখ্যাটা। বেড়েছে দেশের ‘অরেঞ্জ জোন’-এর সংখ্যা। ২০৭ থেকে বেড়ে তা হয়েছে ২৮৪।