ভোট আবহে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ গোটা দেশের পাশাপাশি বেসামাল করে দিয়েছে বাংলাকেও। ঘরে ঘরে শোনা যাচ্ছে এই সংক্রমণে আক্রান্ত হওয়ার খবর। পাল্লা দিয়ে বাড়ছে দৈনিক মৃত্যুর হারও৷ রোজই নয়া গতিতে বেড়েই চলেছে করোনা সংক্রমণ। এরমধ্যে দারুণ এক সিদ্ধান্ত নিল নবান্ন। রাজ্যের তরফ থেকে পরিস্কার জানানো হয় যে, আপাতত বাংলায় অক্সিজেনের কোনও সঙ্কটই নেই। জেলা হাসপাতালগুলোতে অক্সিজেন সরবরাহ করার জন্য প্রিন্সিপ্যাল অথবা সুপাররা পাইপলাইন তৈরি করতে পারবেন। সম্পূর্ণ খরচ বহন করবে নবান্ন।