Homeউত্তরবঙ্গরাজ্যের সমস্ত কলেজ ও বিশ্ববিদ্যালয় ১০ জুন পর্যন্ত বন্ধ রাখার ঘোষণাউত্তরবঙ্গরাজ্যের সমস্ত কলেজ ও বিশ্ববিদ্যালয় ১০ জুন পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা editorApril 21, 2020 পশ্চিমবঙ্গের উচ্চশিক্ষা দফতরের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে যে শুধু রাজ্যের বিদ্যালয়গুলোই নয়, করোনা সংক্রমণের সম্ভাবনা এড়াতে আগামী ১০ জুন পর্যন্ত রাজ্যে বন্ধ থাকবে সমস্ত সরকারি, সরকারি অনুদানপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান। এছাড়াও বন্ধ থাকবে সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এবং প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলোও। নভেল করোনা ভাইরাসের সংক্রমণ ক্রমশ ছড়িয়ে পড়ায় রাজ্য সরকারের পক্ষ থেকে ওই সতর্কতা অবলম্বন করা হচ্ছে। রাজ্যের সমস্ত কলেজ ও বিশ্ববিদ্যালয়ও যে ১০ জুন পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই মর্মে একটি সরকারি বিজ্ঞপ্তি সমস্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে পাঠানো হয়েছে। তবে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক বিভাগ যেমন উপাচার্য, রেজিস্ট্রার, অর্থ / পরীক্ষা বিভাগ, ইনস্টিটিউট প্রধানের দফতর খোলা রাখা যেতে পারে ২০ এপ্রিল থেকে। তবে তার জন্যে উপযুক্ত সুরক্ষা পরিকাঠামোর ব্যবস্থা করতে হবে, জানিয়েছে সরকার। পাশাপাশি বিদ্যুৎ, সাফাই বিভাগ, জল সরবরাহ, সুরক্ষা ইত্যাদির মতো জরুরি পরিষেবাও চালু করার অনুমতি দেওয়া হয়েছে লকডাউনের বিধিগুলোর মধ্যে । Previous Postকরোনা ভাইরাস সংক্রমণ দ্বিগুণ হওয়ার হার কমেছে, জানাল কেন্দ্র Next Postদেশে এখনও পর্যন্ত একদিনে সর্বাধিক করোনা ভাইরাসে আক্রান্তের সন্ধান মিলল