রাজ্যের লকডাউনের মেয়াদ বাড়ল!

প্রাথমিকভাবে বলা হয়েছিল লকডাউন থাকবে ৭ দিন। সেই মতো গত বৃহস্পতিবার বিকেল থেকে কলকাতা-সহ রাজ্যের নানান জায়গার কনটেইনমেন্ট জোনগুলিতে শুরু হয় কঠোর লকডাউন। কিন্তু মঙ্গলবারই সরকারের তরফে জানানো হল, লকডাউনের মেয়াদ বাড়ানো হচ্ছে। আপাতত ১৯ জুলাই, রবিবার পর্যন্ত বাড়ানো হচ্ছে লকডাউনের মেয়াদ।

মঙ্গলবার সন্ধ্যায় স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের তরফে চিঠি দিয়ে কলকাতা-সহ সমস্ত জেলার প্রশাসনকে জানিয়ে দেওয়া হয়, লকডাউন আপাতত ১৯ জুলাই, ২০২০ পর্যন্ত বলবৎ থাকবে। সেই মতো কলকাতা ও সংলগ্ন এলাকা, জলপাইগুড়ি, মালদা, কোচবিহার, রায়গঞ্জ ও শিলিগুড়ি-সহ রাজ্যের সমস্ত কনটেইনমেন্ট জোনগুলিতে বলবৎ থাকবে লকডাউন।