রাজ্যের অনুমতি পেলেই ছুটবে টয়ট্রেন

কোভিড এবং লকডাউনের জেরে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে টয়ট্রেন। করোনার আতঙ্ক কাটিয়ে পরিস্থিতি স্বাভাবিক করতে পাহাড়ে ধীরে ধীরে পর্যটক উঠতে শুরু করেছে । এমন পরিস্থিতিতে পাহাড় খুলে গেলেও টয়ট্রেন খোলার অনুমতি মেলেনি রাজ্য প্রশাসন থেকে। ইতিমধ্যে লকডাউনের মধ্যে টয়ট্রেনের ট্রায়াল রান করেছে রেল কর্তৃপক্ষ। পর্যটকদের সুবিধা মাথায় রেখে এদিন টয়ট্রেনের হালহকিকত ঘুরে দেখেন উত্তর পূর্ব সীমান্ত রেলের ম্যানেজার সঞ্জীব রায় । তিনি জানিয়েছেন রাজ্য সরকার অনুমতি দিলে টয় ট্রেন চালাতে প্রস্তুত রেল।সোমবার টয়ট্রেনের ট্র্যক সহ স্টেশন গুলির বর্তমান অবস্থা খতিয়ে দেখেন ম্যানেজার সঞ্জীব রায়