রাজ্যজুড়ে বিকল্প ক্লাসরুমের আয়োজন

স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় খোলার দাবিতে সারা দেশ তথা রাজ্য জুড়ে রাস্তায় বিকল্প ক্লাসরুমের আয়োজন করল এসএফআই ও অন্যান্য কয়েকটি ছাত্র সংগঠন। কলকাতা বিশ্ববিদ্যালয়-সহ শহরের নানা এলাকায় ও আলিপুরদুয়ার থেকে কাকদ্বীপের নানা প্রান্তে অন্তত ৫০০ এমন বিকল্প ক্লাসরুমের আয়োজন করা হয়েছিল। মেদিনীপুর, দিনহাটা, বাঁকুড়া, দুই বর্ধমানের নানা জায়গায় স্কুলের সামনে বা কলেজের গেটে অথবা রাস্তার উপর এই বিকল্প ক্লাসরুমে হাজির ছিলেন পড়ুয়ারা। তাঁদের ক্লাস নেন বিভিন্ন শিক্ষকরা। এই প্রতীকী ক্লাসরুমের মাধ্যমে দাবি করা হয় সমস্ত পড়ুয়াকে দ্রুত ভ্যাকসিন দিয়ে ক্যাম্পাস খোলার। পাশাপাশি অনলাইন ক্লাসের বিভাজন দূর করার দাবিও জানানো হয়েছে।

এসএফআইয়ের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ময়ুখ বিশ্বাস জানিয়েছেন, দেশ জুড়ে প্রায় ২০০০ এমন বিকল্প ক্লাসরুমের ব্যবস্থা করা হয়েছিল। এসএফআইয়ের রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য বলেন, ‘কেন্দ্রীয় সরকার করোনার দোহাই দিয়ে মুখোমুখি পাঠদানের বিষয়টি তুলে দিয়ে অনলাইন পঠনপাঠন জোর করে চাপিয়ে দিতে চাইছে। আমরা ভেবেছিলাম রাজ্য সরকার এর বিরোধিতা করবে। শপিং মল, রেস্টুরেন্ট, বার খোলার পাশাপাশি ক্যাম্পাসও খুলবে। কিন্তু সেটা হচ্ছে না।’